প্রকাশিত : ৪ জুলাই, ২০২৫ ০২:৩১

প্রতিষ্ঠার দুই দশকেও নিজস্ব ভবন পায়নি ধামইরহাট পৌরসভা

রেজুয়ান আলম, ধামইরহাট, নওগাঁঃ
প্রতিষ্ঠার দুই দশকেও নিজস্ব ভবন পায়নি ধামইরহাট পৌরসভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

প্রতিষ্ঠার দুই দশক পার হলেও নিজস্ব ভবনের অভাবে এখনও ভাড়া ভবনেই চলছে নওগাঁ জেলার ধামইরহাট পৌরসভার কার্যক্রম। এতে করে প্রশাসনিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি নাগরিক সেবাও পড়ছে চরমভাবে প্রভাবিত।

২০০৪ সালের ১৫ জুলাই ১১.১৬ বর্গকিলোমিটার আয়তন নিয়ে প্রতিষ্ঠিত হয় ধামইরহাট পৌরসভা। পরবর্তীতে ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি এটি ‘খ’ শ্রেণিতে উন্নীত হয়। তবে দীর্ঘ ২০ বছরেও নির্মিত হয়নি পৌরসভার নিজস্ব ভবন। বর্তমানে পৌরসভার কার্যক্রম পরিচালিত হচ্ছে উপজেলার টিএন্ডটি এলাকায় একটি ভাড়া করা ভবনের তৃতীয় তলা থেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুরুতে আমাইতাড়া বাজারের পাশে উমার ইউনিয়ন পরিষদ ভবনেই চলত পৌরসভার কার্যক্রম। এখন সেটিও সরিয়ে নেওয়া হয়েছে ভাড়া ভবনে। নিজস্ব ভবন না থাকায় গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সরঞ্জাম রাখতে হচ্ছে খোলা জায়গায়, যা সরকারি সম্পদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে।

এছাড়া, পৌর এলাকায় নির্দিষ্ট কোনো বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় প্রতিদিনের বর্জ্য ফেলা হচ্ছে বিভিন্ন সড়কের পাশে। এতে করে পরিবেশ দূষণের পাশাপাশি সৃষ্টি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি এবং দুর্গন্ধজনিত ভোগান্তি।

পৌরসভা সূত্রে আরও জানা যায়, বর্তমানে পৌরসভার আওতায় ভোটার সংখ্যা প্রায় ১৫ হাজার। প্রথম নির্বাচিত মেয়র ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুর রহমান। তিনি ২০০৬ থেকে ২০২3 সালের আগস্ট পর্যন্ত দীর্ঘ ১৮ বছর মেয়রের দায়িত্ব পালন করেন। বর্তমানে পৌরসভার ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন প্রশাসক মোসা. জেসমিন আক্তার, যিনি একইসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বেও রয়েছেন।

এ বিষয়ে পৌর প্রশাসক মোসা. জেসমিন আক্তার জানান, "পৌর ভবন নির্মাণের বিষয়ে এখনো কোনো নির্দেশনা নেই। তবে একটি পৌরসভার নিজস্ব ভবন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে নাগরিক সেবার মান যেমন বাড়বে, তেমনি প্রশাসনিক কাজও হবে আরও সুচারুভাবে।"

পৌরবাসীরা জানান, ধামইরহাট একটি গুরুত্বপূর্ণ পৌর এলাকা হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে নিজস্ব ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

উপরে