প্রকাশিত : ৪ জুলাই, ২০২৫ ১১:৫৪

তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে আন্দোলন
রাজশাহী সংবাদদাতাঃ
তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা বৃহস্পতিবার (০৩ জুলাই) তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। তারা বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। দুপুর ১২টা থেকে বৃষ্টির মধ্যেও তারা নগরের তালাইমাড়ি মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যান।

এর আগে, সকাল ১০টার দিকে রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ক্যাম্পাসের বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ করে তারা তালাইমাড়ি মোড়ে এসে বেলা সাড়ে ১২টায় বিক্ষোভ সমাবেশ করেন।

শিক্ষার্থীদের প্রধান তিন দফা দাবিগুলো হলো:

নবম গ্রেডে কোটাবিহীন নিয়োগ: কোন ধরনের কোটার মাধ্যমে নবম গ্রেডে নিয়োগ দেওয়া যাবে না, সেখানে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হবে। ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চান, তাহলে তাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পূর্ণ করতে হবে।

দশম গ্রেডে উন্মুক্ত সুযোগ: দশম গ্রেডে সকলকে উন্মুক্ত করে দেওয়া হোক, যাতে প্রতিটি পদের জন্য সবাই আবেদন করতে পারে।

প্রকৌশলী পদবী ব্যবহারে নিয়ন্ত্রণ: বিএসসি ইঞ্জিনিয়ারিং ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবেন না। ডিপ্লোমাধারীরা শুধুমাত্র টেকনিশিয়ান পদবি ব্যবহার করতে পারবেন, তারা প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবেন না।

শিক্ষার্থীরা বলেন, "আমাদের প্রথম দাবি হলো, নবম গ্রেডে কোটাবিহীন নিয়োগ এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হোক। দ্বিতীয় দাবি হলো, দশম গ্রেডে সকলের জন্য উন্মুক্ত সুযোগ থাকা উচিত। তৃতীয় দাবি, বিএসসি ইঞ্জিনিয়ারিং ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবেন না।"

তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "যতদিন না আমাদের এই তিন দফা দাবি পূর্ণ হয়, ততদিন আমাদের আন্দোলন চলবে এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।"

এই বিক্ষোভে রুয়েটের বিভিন্ন বিভাগের দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আন্দোলন শান্তিপূর্ণভাবে শুরু হলেও, দাবি পূরণের ব্যাপারে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ প্রকাশ পেয়েছে।

উপরে