প্রকাশিত : ৪ জুলাই, ২০২৫ ১২:১২

ধুনটে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেপ্তার

উপজেলা সংবাদদাতা, ধুনট, বগুড়াঃ
ধুনটে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে চেক জালিয়াতির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক যুবদল নেতা শাহিনুর আলম টগর (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শাহিনুর আলম টগর ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে এবং তিনি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, চেক জালিয়াতির মামলায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এর পর থেকেই টগর পলাতক ছিলেন।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে ধুনটের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উপরে