প্রকাশিত : ৪ জুলাই, ২০২৫ ১২:১৭

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের পদ স্থগিতের প্রতিবাদে মানববন্ধন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের পদ স্থগিতের প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সোহানুর রহমান সুমনের সদস্য সচিব পদ স্থগিতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টায় সলিমপুর টোল প্লাজা সংলগ্ন সড়কে ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সান্টু, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল হাওলাদার এবং সদস্য ইয়াকুব।

বক্তারা বলেন, মোঃ সোহানুর রহমান সুমন একজন ত্যাগী নেতা। বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনামলে তিনি বারবার হামলা-মামলার শিকার হলেও দল ও নেতাকর্মীদের পাশে ছিলেন। তার মতো ত্যাগী নেতার পদ স্থগিত করে বিএনপির সাংগঠনিক ভিত্তিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে।

তারা আরও বলেন, “যদি সুমনের স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

উল্লেখ্য, গত ১ জুলাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা ও সদস্য সচিব ঢালী রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোঃ সোহানুর রহমান সুমনের সদস্য সচিব পদসহ প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়।

উপরে