প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫ ০২:৫৯

সারিয়াকান্দিতে শিশু ও বৃদ্ধদের জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুললেন মোঃ সেবিন

উপজেলা সংবাদদাতা, সারিয়াকান্দি, বগুড়াঃ
সারিয়াকান্দিতে শিশু ও বৃদ্ধদের জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুললেন মোঃ সেবিন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার এলাকায় মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজসেবক মোঃ সেবিন। তিনি নিজস্ব অর্থায়নে গড়ে তুলেছেন ব্যতিক্রমী প্রতিষ্ঠান ‘রিটায়ার্ড চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার হোম’, যেখানে অবহেলিত শিশু ও বৃদ্ধদের জন্য রয়েছে ভালোবাসা, সেবা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা।

এই আবাসিক কেন্দ্রে বর্তমানে একাধিক শিশু ও প্রবীণ ব্যক্তি মানবিক সেবা ও সম্মানজনক জীবন যাপন করছেন। শিশুদের জন্য রয়েছে স্নেহময় পরিবেশ, শিক্ষার সুযোগ ও পুষ্টিকর খাবার; আর বৃদ্ধদের জন্য রয়েছে চিকিৎসা, পরিচ্ছন্নতা ও মানসিক প্রশান্তির পরিবেশ।

মোঃ সেবিন দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে সমাজসেবায় যুক্ত। তিনি বলেন,

“মানুষ মানুষের জন্য। কেউ যেন অবহেলিত হয়ে না বাঁচে—এই ভাবনা থেকেই আমার এই উদ্যোগ।”

তার এই মহৎ কর্মকাণ্ডে সহায়তা করছেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ শফিকুল ইসলামবীর মুক্তিযোদ্ধা মোঃ বাবলু মিয়া সহ আরও কয়েকজন মানবিক ব্যক্তিত্ব।

এখানে রয়েছে চিকিৎসাসেবা, মানসম্মত খাদ্য, বিনোদনের সুযোগ ও একে অপরকে আপন করে নেওয়ার পরিবেশ। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মীরা তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এমন উদ্যোগে উৎসাহিত হন, তবে অবহেলিত মানুষের জীবন বদলে যেতে পারে।

মোঃ সেবিনের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার হোম’ কেবল একটি প্রতিষ্ঠান নয়—এটি ভালোবাসার আশ্রয়, মানবতার নতুন ঠিকানা। তার এই প্রয়াস সারিয়াকান্দির ইতিহাসে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

উপরে