প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫ ০০:৩৭
নামুজায় যুব জামায়াতের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নামুজা, বগুড়া সংবাদদাতা

বগুড়া সদরের নামুজা ইউনিয়ন যুব জামায়াতের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নামুজা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই যুদ্ধা সাইফুল ইসলাম ভাণ্ডারী, সভাপতি, যুব জামায়াত, নামুজা ইউনিয়ন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নামুজা ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখার আমীর আমজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ ইউসুফ আলী, সেক্রেটারি, যুব জামায়াত, নামুজা ইউনিয়ন
নাহিদ বাবু, সংগঠনিক ও পল্লী চিকিৎসক
এছাড়াও উপস্থিত ছিলেন ক্বারী হেনজালা, ফজলে রাব্বী বাবলু, আব্দুল হালিম মাস্টার, আব্দুল হাকিম, বুলবুল, আমিনুর ইসলাম, সজীব, আবু জাফর, মাসুম, সিহাব ও আব্দুল হামিদ।
ফুটবল ম্যাচে বি-গ্রুপের জয়
আয়োজিত খেলায় এ গ্রুপ বনাম বি গ্রুপ অংশ নেয়। টান টান উত্তেজনাপূর্ণ খেলায় ১-০ গোলে বিজয়ী হয় বি গ্রুপ।
আয়োজকরা জানান, এলাকার যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সম্পৃক্ত করে স্বাস্থ্যসচেতন ও সুসংগঠিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।