প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫ ০০:৫৯

ধুনটে সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা: ১৬ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

উপজেলা সংবাদদাতা, ধুনট, বগুড়া
ধুনটে সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা: ১৬ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
প্রতারণার মামলায় গ্রেপ্তারকৃত আসামী মুনমুন আকতার (৩০)। ছবি- সংবাদদাতা

বগুড়ার ধুনট উপজেলায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে ১৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মুনমুন আক্তার (৩০) নামের এক নারী প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মুনমুন আক্তার কিশোরগঞ্জ উপজেলার বানিয়াপাড়া গ্রামের মোকলেছার রহমানের মেয়ে।

মামলা সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের বকুল মিয়ার মেয়ে আতিয়া খাতুনের (১৯) সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় রাসেল রহমান (২৪) নামের এক যুবকের। পরিচয়ের পর রাসেল নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা পরিচয় দিয়ে আতিয়াকে চাকরির প্রলোভন দেখায়। একপর্যায়ে আতিয়া খাতুন তার কথায় বিশ্বাস করে প্রথমে বিকাশ ও নগদের মাধ্যমে ১০ হাজার টাকা এবং পরে সরাসরি দেখা করে আরও ৩০ হাজার টাকা প্রদান করেন।

পরে রাসেল, তার বোন মুনমুন আক্তার ও এক সহযোগী কল্পনা বেগম মিলে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে মোট ১৬ লাখ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় প্রতারণার শিকার আতিয়া খাতুন বৃহস্পতিবার ধুনট থানায় রাসেল রহমান, মুনমুন আক্তার ও কল্পনা বেগমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই ধুনট থানা পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে মুনমুন আক্তারকে গ্রেপ্তার করে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, "সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তারে চেষ্টা চলছে।"

উপরে