রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের সেমিতে পুঠিয়া

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে পুঠিয়া উপজেলা দল।
শুক্রবার (১১জুলাই) পুঠিয়া পিএন স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে পুঠিয়া উপজেলা ফুটবল দল ৪-১ গোলে বাঘা উপেজলা ফুটবল দলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে প্রনয়,রাব্বানী, সিজান ও তিতাস ১টি করে গোল করেন। বাঘা উপজেলা ফুটবল দলের পক্ষে রাকিব ১টি গোল পরিশোধ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নুর হোসেন নির্ঝর, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন, কমিটির সদস্য মেহেদী হাসান পুলক, ডালিম হোসেন শান্ত, টুর্নামেন্ট আয়োজক ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. তৌফিকুর রহমান রতন, জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক মো. মাহমুদ আলম বাবু, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম সিরাজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।