প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫ ০১:৪৮

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের সেমিতে পুঠিয়া

মোঃ ফয়সাল আলম, রাজশাহী
রাজশাহী জেলা প্রশাসক  গোল্ডকাপ ফুটবলের সেমিতে পুঠিয়া

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে পুঠিয়া উপজেলা দল।
 

শুক্রবার (১১জুলাই) পুঠিয়া পিএন স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে পুঠিয়া উপজেলা ফুটবল দল ৪-১ গোলে বাঘা উপেজলা ফুটবল দলকে পরাজিত করে  সেমিফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে প্রনয়,রাব্বানী, সিজান ও তিতাস ১টি করে গোল করেন। বাঘা উপজেলা ফুটবল দলের পক্ষে রাকিব ১টি গোল পরিশোধ করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নুর হোসেন নির্ঝর, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন, কমিটির সদস্য মেহেদী হাসান পুলক, ডালিম হোসেন শান্ত, টুর্নামেন্ট আয়োজক ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. তৌফিকুর রহমান রতন, জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক মো. মাহমুদ আলম বাবু, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম সিরাজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপরে