প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫ ০২:০৪

শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ এ শীর্ষে 'শেরউড' দ্বিতীয় 'আরডিএ'

শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ এ শীর্ষে 'শেরউড' দ্বিতীয় 'আরডিএ'
এনামুল হক

বগুড়ার শেরপুর উপজেলায় ২০২৫ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার সন্তোষজনক হলেও, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় কিছুটা হতাশা লক্ষ্য করা গেছে। অন্যদিকে, ভোকেশনাল শাখায় পাসের হার ভালো হলেও, জিপিএ-৫ প্রাপ্তি ছিল একেবারেই নগণ্য।

শেরপুর উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষস্থান দখল করেছে, শেরউড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ: ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২২২ জন পাস করেছে, যেখানে জিপিএ ৫ পেয়েছে ১৫৫ জন। পাসের হার ৯৯.৫৫%। দ্বিতীয় অবস্থানে রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল ও কলেজ: ২৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪১ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৯৯.৫৯%। এই প্রতিষ্ঠান থেকে ১৪৯টি জিপিএ-৫ এসেছে।

এবছর এসএসসি সাধারণ বোর্ডের অধীনে মোট ৩৬৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে ৩০৮৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৫.১৩%। তবে, জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫২৩ জন শিক্ষার্থী। কিছু বিদ্যালয় চমৎকার ফল করলেও, কয়েকটি প্রতিষ্ঠানের ফলাফল ছিল বেশ হতাশাজনক।

বিশালপুর উচ্চ বিদ্যালয়: এই বিদ্যালয়ের ৪৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে, অর্থাৎ পাসের হার ১০০%। তারা ৬টি জিপিএ-৫ পেয়েছে।

তালতা উচ্চ বিদ্যালয়: ৬০ জন পরীক্ষার্থীর সবাই পাস করে ১০০% সাফল্য অর্জন করেছে, যদিও তাদের কোনো জিপিএ-৫ নেই।

ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়: ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৯৮.৮০%।

অপরদিনে, এসএসসি (ভোকেশনাল) শাখায় মোট ৩১০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে ২৪৮ জন উত্তীর্ণ হয়েছে। এই শাখায় গড় পাসের হার ৮০.০০%। তবে, জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ জন শিক্ষার্থী।

ভোকেশনাল শাখার উল্লেখযোগ্য ফলাফল: শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ: ১২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯৯ জন ৮১.৮২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩ জন পরীক্ষার্থী।

শেরপুর ইউনিভার্সাল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ: ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ জন উত্তীর্ণ, পাসের হার ৮১.৮২%।

শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

উপরে