প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫ ২০:২৫
সাদুল্লাপুরে ২২০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১
সাদুল্লাপুর, গাইবান্ধা সংবাদদতা:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাজীবাড়া সন্তোলা গ্রাম থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ সহ ১ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চৌকস টিম।
বুধবার(১৫ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার একটি টিম অভিযান চালিয়ে ইয়াবা সহ একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক শেখ (৪৭) বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের মৃত আজিজার রহমান শেখের ছেলে।
জানা যায়, মোঃ আব্দুর রাজ্জাক এর নিজ শয়ন ঘরের ভিতর ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেট বিক্রির ১২০০ টাকা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ জুয়েল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সাদুল্লাপুর থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।