প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫ ২০:১৪
সাদুল্লাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গাইবান্ধা, সু

সাদুল্লাপুরে "জুলাই শহীদ দিবস" উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার,কৃষি অফিসার অপুর্ব ভট্টাচার্য,উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. সিরাজুল ইসলাম, সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়, জুলাই গণঅভ্যুত্থানে সাদুল্লাপুরের শহীদ নাজমুলের মা গোলেভান বেগম, যুদ্ধাহত আরিফ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ছত্র প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল তা যেন কেউ নস্যাত করতে না পারে দেশবাসীকে সে বিষয়ে সচেতন থাকতে হবে।
বক্তৃতারা আরো বলেন, জুলাই শহীদরা বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন। তাঁদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটে এবং জন্ম নেয় একটি গণতান্ত্রিক চেতনার নতুন অধ্যায়। জুলাই গণ-অভ্যুত্থান শুধু ইতিহাস নয়, এটি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের সংগ্রামের অনুপ্রেরণা। শহীদদের আদর্শ অনুসরণ করে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তাঁরা।