প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫ ০১:৫৩

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক কাউন্সিলর শুভ ইমরান গ্রেপ্তার

উপজেলা সংবাদদাতা, শেরপুর, বগুড়া
শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক কাউন্সিলর শুভ ইমরান গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ ইমরানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) ভোরে রাজধানীর আশুলিয়া থানার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুভ ইমরান শেরপুর পৌর শহরের উলিপুর নতুন পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শেরপুরে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দুপুরে থানার সামনে ভিড় জমান স্থানীয়রা। পরে থানার হাজতখানা থেকে আদালতে নেওয়ার সময় উত্তেজিত জনতা শুভ ইমরানকে বহনকারী পুলিশ ভ্যানে ডিম ও জুতা নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তখন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

হামলা ও মামলা প্রসঙ্গ:

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৭ জুলাই শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় হামলার শিকার হয়। এ ঘটনায় আন্দোলনকারী রিফাত সরকারসহ আরও কয়েকজন আহত হন।

পরে আহত রিফাত সরকার বাদী হয়ে ২০২৪ সালের ২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। এতে ১৪৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।

পুলিশের তদন্তে শুভ ইমরানের সম্পৃক্ততা পাওয়ায় তাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সহিংসতা সংক্রান্ত আরও চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বক্তব্য:

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনউদ্দিন বলেন, “ধুনটমোড় হামলার মামলার তদন্তে শুভ ইমরানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

ওসি আরও জানান, “জনগণের প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে আদালতে নেওয়ার সময় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়।”

উপরে