প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫ ০২:২৮

“রাজধানীর আকাশ প্রতিরক্ষায় তেজগাঁও বিমানঘাঁটি অপরিহার্য” — এয়ার কমডোর শহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
“রাজধানীর আকাশ প্রতিরক্ষায় তেজগাঁও বিমানঘাঁটি অপরিহার্য” — এয়ার কমডোর শহিদুল ইসলাম

রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে তেজগাঁওয়ে অবস্থিত জঙ্গি বিমানঘাঁটি অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমডোর শহিদুল ইসলাম। তিনি বলেন, “যুদ্ধবিমান পরিচালনার জন্য প্রশস্ত জায়গার প্রয়োজন হয়। সেইসঙ্গে রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতেও এই ঘাঁটির গুরুত্ব অপরিসীম। বিশ্বের বহু দেশের রাজধানীতেও এরকম বিমানঘাঁটি রয়েছে।”

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বাউএআর) পুরাতন পিএসসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিমানবাহিনীর জরুরি সমন্বয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এয়ার কমডোর মো. মিজানুর রহমান। তিনি জানান, সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে বিমানবাহিনী। ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

দুর্ঘটনার সময় পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) যোগাযোগ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে এয়ার কমডোর মিজানুর রহমান বলেন, “এই দুর্ঘটনার বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিস্তারিত তদন্ত শেষে যথাযথ তথ্য তুলে ধরবে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত পাইলট তৌকিরের সঙ্গে যোগাযোগ ছিল বলে জানা গেছে।”

এছাড়াও সংবাদ সম্মেলনে বিমানবাহিনীর চলমান প্রশিক্ষণ, আধুনিকায়ন ও নিরাপত্তাবিষয়ক বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়।

উপরে