প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৫ ১৯:৫৮
শিক্ষা নিশ্চিত করে প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থান গড়ে তুলতে হবে- ডিসি বগুড়া
ষ্টাফ রিপোর্টার

বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, সুশিক্ষা নিশ্চিতের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য ইউনিয়ন পর্যায়েও প্রতিবন্ধী বিদ্যালয় গড়ার লক্ষ্যে প্রস্তাব করা হয়েছে যা সরকারের বিবেচনায় রয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ডাব্লিউডিডিএফএফ এর আয়োজনে এবং ফাউন্ডেশন ফর এ্যা জাস্ট সোসাইটির সহযোগিতায় বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত " টাচ টু হার্ট, আস্ক ফর ইকুয়ালিটি" (টি.এইচ.এ.ই) প্রকল্প সম্পর্কে অবহিতকরণ সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা আরো বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কাউকে পিছনে রেখে কখনো সমষ্টিগত ইতিবাচক উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধীর জনগোষ্ঠীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই সময় তিনি বগুড়াসহ সারাদেশে ডাব্লিউডিডিএফ যেভাবে কাজ করে যাচ্ছেন তিনি তার ভূয়সী প্রশংসা করে আগামীর জন্য শুভকামনা জানান।
সভায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর সদস্যদের এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এছাড়াও জায়গা প্রাপ্তি সাপেক্ষে বগুড়াতে একটি বিশেষায়িত শেল্টার হোম করারও পরিকল্পনা ব্যক্ত করেন তিনি।
সভায় উইম্যান উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউডিডিএফ) এর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি সভাপতির বক্তব্য প্রদানকালে প্রকল্প সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি বলেন, ঢাকা, বগুড়া ও কুমিল্লার দাউদকান্দি উপজেলায় শুরু হওয়া ২৪ মাস মেয়াদী " টাচ টু হার্ট, আস্ক ফর ইকুয়ালিটি" প্রকল্পটির মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিতের পাশাপাশি তাদের অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্ব বিকাশ, যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, স্বাবলম্বীকরণের কার্যক্রমসহ নানা ইতিবাচক কাজ পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। যেখানে বগুড়ার তিনটি উপজেলা সদর, কাহালু ও সোনাতলার ছয়টি ইউনিয়নে সরাসরি প্রকল্পের কাজ চলমান রয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন মোফাখখারুল ইসলাম ও মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক তাঞ্জিমা আক্তার। এছাড়াও সভার শুরুতেই সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ডাব্লিউডিডিএফ এর বগুড়া শাখা সমন্বয়কারী আব্দুল্লাহ আল ফয়সাল এবং সংস্থার কার্যক্রম অবহিতকরণ করেন সংস্থার ঢাকা অফিসের প্রোগ্রাম সহ- সমন্বয়ক শারমিন আক্তার দোলন।
সভায় স্থানীয় সরকার ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ছাড়াও অংশগ্রহণ করেন গণমাধ্যমকর্মী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।