প্রকাশিত : ১ আগস্ট, ২০২৫ ০৩:৩৮

বগুড়ায় গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের নির্বাচনে অনিয়মের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের নির্বাচনে অনিয়মের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি

বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের ২০২৫ সালের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে গুরুতর অনিয়ম ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নির্বাচন বাতিল করে পুনরায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন সংগঠনের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ শাহিন মন্ডল পেস্তা।

বুধবার (৩১ জুলাই) বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে মোঃ শাহিন মন্ডল পেস্তা বলেন,

“গত ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনটি শ্রম আইন-২০০৬ এর ৩১৭(ঘ) ধারা ভঙ্গ করে সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি শ্রম দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতি ছাড়া একতরফাভাবে নির্বাচন পরিচালনা করে। এতে প্রার্থীরা এবং ভোটাররা উভয়েই অসন্তোষ প্রকাশ করেছেন।”

তিনি জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে একই পদের জন্য ভিন্ন ভিন্ন ফলাফল দেখিয়ে বিভ্রান্ত করা হয়েছে। এমনকি ব্যালট গণনায়ও অসঙ্গতি রয়েছে—ভিন্ন পদের জন্য ব্যালটের হিসাব একেকভাবে দেখানো হয়েছে। এছাড়া সংগঠনের প্রায় ৫৬ হাজার সদস্যের মধ্যে মাত্র ৭ হাজারের মতো ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, যা গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এই নির্বাচনকে ঘিরে করা অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ আঞ্চলিক শ্রম দপ্তর বরাবর দাখিল করা হয়েছে। একইসঙ্গে জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনকেও অনুলিপি প্রদান করা হয়েছে।

শাহিন মন্ডল দাবি করেন,

“এই নির্বাচনের বৈধতা নেই। নির্বাচনটি বাতিল করে শ্রম আইনের যথাযথ ধারা অনুসরণ করে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হোক। সেইসঙ্গে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাও প্রয়োজন।”

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, যেন শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ না হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী সংগঠনের নেতৃত্ব নির্ধারিত হয়।

উপরে