রাজশাহী শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্বঃ আরএমপি কমিশনার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান বলেছেন,“রাজশাহী একটি বিভাগীয় শহর। এখানে অন্যান্য শহরের মতোই নানান ধরনের চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ ও সিসিটিভি কার্যক্রম আরও সক্রিয় করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”রোববার (৩০ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।
পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান আরও বলেন,“আমার জন্মস্থান বগুড়া। এই বিভাগের একজন নাগরিক হিসেবে রাজশাহী শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। এই শহরকে একটি নিরাপদ শহরে পরিণত করতে যা যা করার প্রয়োজন, আমি তা আন্তরিকতার সঙ্গে করব, ইনশাল্লাহ।”
পরিচিতি সভায় জানানো হয়, তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩ তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএমপি'র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ কমিশনার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
