প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২৫ ০০:১৯
শেরপুরে নির্বাচনী প্রস্তুতি শেষ পর্যায়ে, অপেক্ষায় ৩ লাখ ভোটার
বিশেষ সংবাদদাতা, শেরপুর, বগুড়াঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সন্নিকটে। বগুড়ার শেরপুর উপজেলায় যেন শুরু হয়েছে নির্বাচনের উৎসবমুখর প্রস্তুতি। মাঠে-মাঠে ব্যস্ততা, প্রশাসনের তৎপরতা আর ভোটারদের আগ্রহ মিলিয়ে চারদিকে তৈরি হয়েছে এক আলাদা নির্বাচনী আবহ।
উপজেলায় এবার ৯৯টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এই কেন্দ্রগুলোয় থাকছে ৫৪৪টি ভোটকক্ষ, যেখানে সারিবদ্ধভাবে উপস্থিত হবেন মোট ৩ লাখ ৩ হাজার ৪৪৫ জন ভোটার। এর মধ্যে নারী ভোটার ১,৫৫,৭০৩, পুরুষ ভোটার ১,৪৭,৭৩৯, আর তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটারও রয়েছে তালিকায়, যা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রেরই প্রতিচ্ছবি।
যদিও উৎসবের এই আবহের মাঝেই রয়েছে কিছুটা উদ্বেগ। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ৯৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা, টহল এবং মোবাইল টিম মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
ভোটার তালিকা প্রায় চূড়ান্ত। তবে কিছু এলাকার তালিকা প্রাথমিক বাছাই শেষে নির্বাচন অফিসে পাঠানো হয়েছে, যা সংশোধনের পর সংযুক্ত হবে।
যদিও উৎসবের এই আবহের মাঝেই রয়েছে কিছুটা উদ্বেগ। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ৯৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা, টহল এবং মোবাইল টিম মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
ভোটার তালিকা প্রায় চূড়ান্ত। তবে কিছু এলাকার তালিকা প্রাথমিক বাছাই শেষে নির্বাচন অফিসে পাঠানো হয়েছে, যা সংশোধনের পর সংযুক্ত হবে।
প্রস্তুতির বিষয়টি তুলে ধরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ের সব নির্বাচন অফিস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তফসিল ঘোষণার পর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরণ বিধি প্রতিপালনের বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করবেন।
তিনি আরও জানান, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, নিরাপত্তা পরিকল্পনা, লজিস্টিক সরঞ্জাম প্রস্তুতকরণসহ সব ক্ষেত্রেই নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে।
