প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫ ০১:৪৩

রাজশাহীতে বালকদের ভলিবলে ঝিকড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

মোঃ ফয়সাল আলম, রাজশাহী
রাজশাহীতে বালকদের ভলিবলে ঝিকড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

রাজশাহী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শনিবার [১৩ ডিসেম্বর]  চারঘাট উপজেলার চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  দিনব্যাপী অনূর্ধ্ব ১৬ বালকদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ঝিকড়া উচ্চ বিদ্যাালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  প্রতিযোগিতার উদ্বোধন করেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস।

প্রতিযোগিতায় ৬ টি প্রতিষ্ঠানের মোট ৬০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।

বিকেল ৪ টায় অনুষ্ঠিত ফাইনালে ঝিকড়া উচ্চ বিদ্যালয় ২-০ সেটে চারঘাট ভলিবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল শেষে উভয় দলকে ট্রফি প্রদান করা হয়। 

উপরে