প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৫ ০১:১৪
-চাঁদনী সাহিত্য বিভাগ-

আমি একদিন কৃষক হবো

মাজহারুল ইসলাম
আমি একদিন কৃষক হবো
আমি একদিন কৃষক হবো ।
উর্বর মাঠে ফসল ফলাবো।
ঘামে ভিজে সোনার ধান
ভরে উঠবে কৃষকের প্রাণ ।
গায়ের পথে হারিয়ে যাবো ‌
মাটির গন্ধ, গায়ে জড়াবো
কৃষকের অধিকার আদায় করবো
জীবন আমার উৎসর্গ দেবো
পাখির ঠোঁটে গান ধরিবো 
আযানের সুরে ঘুম ভাঙাবো ।
 
লেখক পরিচিতি- 
মোঃ মাজহারুল ইসলাম ,  শিক্ষার্থী , সরকারি আজিজুল হক কলেজ বগুড়া।
উপরে