বগুড়ায় উপবৃত্তির টাকা আত্মসাত: মাদরাসার সুপার কারাগারে | Daily Chandni Bazar বগুড়ায় উপবৃত্তির টাকা আত্মসাত: মাদরাসার সুপার কারাগারে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জুলাই, ২০২৫ ০০:২৮
বগুড়ায় উপবৃত্তির টাকা আত্মসাত: মাদরাসার সুপার কারাগারে
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় উপবৃত্তির টাকা আত্মসাত: মাদরাসার সুপার কারাগারে

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফির অর্থ আত্মসাতের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১ জুলাই) মামলার শুনানি শেষে বগুড়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে সরকার নির্ধারিত উপবৃত্তির আওতায় মাদরাসার শিক্ষার্থীদের টিউশন ফির ৭৭ হাজার টাকা বগুড়ার থানা রোডে অবস্থিত অগ্রণী ব্যাংক শাখায় পাঠানো হয়। নিয়ম অনুযায়ী এ অর্থ সংশ্লিষ্ট শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিতরণের কথা থাকলেও, সুপার মো. জাহাঙ্গীর আলম কাউকে না জানিয়ে একাই পুরো অর্থ তুলে আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০২৩ সালের ২৩ মে মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহামুদ রুবেল বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে ২০২৩ সালের ২ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

সোমবার মামলার শুনানির দিন সুপার জাহাঙ্গীর আলম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী সুলতান মাহামুদ রুবেল জানান, “উপবৃত্তির টাকা আত্মসাত ছাড়াও সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। শিক্ষক নিয়োগসহ নানা বিষয়েও প্রতারণার প্রমাণ আছে।”