রাণীনগরে ধান-চাল মজুতদারদের বিরুদ্ধে অভিযান, জরিমানা | Daily Chandni Bazar রাণীনগরে ধান-চাল মজুতদারদের বিরুদ্ধে অভিযান, জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জুলাই, ২০২৫ ০০:৫৯
রাণীনগরে ধান-চাল মজুতদারদের বিরুদ্ধে অভিযান, জরিমানা
উপজেলা সংবাদদাতা, রাণীনগর, নওগাঁঃ

রাণীনগরে ধান-চাল মজুতদারদের বিরুদ্ধে অভিযান, জরিমানা

নওগাঁর রাণীনগরে ধান-চাল অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই মজুতদারকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন চাউল কল ও চাতালে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান।

অভিযানের বিস্তারিত:
ইউএনও মো. রাকিবুল হাসান জানান, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ত্রিমোহনী হাট এলাকায় ধানের চাতালের লাইসেন্স নবায়ন না করে অন্যকে ভাড়া দেয়ার কারণে এবং বরাদ্দের চেয়ে বেশি সময় ধরে ধান মজুত রাখার অপরাধে মেসার্স অনিক চাউলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কুবরাতলী মোড়ের মেসার্স মোল্লা এন্ড সন্স রাইচ মিলকে অতিরিক্ত সময় ধরে বরাদ্দের চেয়ে অতিরিক্ত ধান মজুত রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, বন্ধ হয়ে যাওয়া চাতালগুলো অন্যকে ভাড়া দেয়ার ঘটনায় সংশ্লিষ্ট প্রকৃত মালিকদের সতর্কতা প্রদান করা হয়েছে।

বাজার অস্থিতিশীল করার চেষ্টা
ইউএনও আরও জানান, "যারা অবৈধভাবে মজুত বাড়িয়ে চালের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে যারা সতর্ক হবেন না, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"