বগুড়ায় এএফ বালিকা স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত | Daily Chandni Bazar বগুড়ায় এএফ বালিকা স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জুলাই, ২০২৫ ০৯:৩৫
বগুড়ায় এএফ বালিকা স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় এএফ বালিকা স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভিপি নিহার সুলতানা তিথির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
 
সোমবার (৩০ জুন) বগুড়া সদরের পীরগাছা এ এফ বালিকা স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান, বগুড়া পৌরসভার কাউন্সিলর নিলুফা কুদ্দুস, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি ও ছাত্রীরা।
 
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। গাছ রোপণের মাধ্যমে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, তেমনি ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী উপহার দেওয়া যায়।
 
আয়োজক নিহার সুলতানা তিথি বলেন, “প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমাদের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”
 
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।