রাণীনগরে নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily Chandni Bazar রাণীনগরে নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ জুলাই, ২০২৫ ০০:২৯
রাণীনগরে নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উপজেলা সংবাদদাতা, রাণীনগর, নওগাঁঃ

রাণীনগরে নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীনগর, নওগাঁর ম্যাপ। ছবি- Google Map

নওগাঁর রাণীনগর উপজেলার চকাদিন মধ্যপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনজেকশনসহ মেহেদী হাসান (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রাণীনগর থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে চকাদিন মধ্যপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে মেহেদী হাসানের বাড়ি থেকে ৪৮ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনগুলোর মধ্যে বুপ্রেনরফিন, ইজিআম এবং এমারিন রয়েছে।

গ্রেফতারকৃত মেহেদী হাসান একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, "মেহেদী হাসান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

এই ঘটনায় এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযানের প্রসংশা করেছেন। স্থানীয়রা আশাবাদী যে, পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখলে এলাকায় মাদক বিক্রি ও সেবন অনেকটাই কমে যাবে।