বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে বগুড়ায় র‌্যালী ও আলোচনা সভা | Daily Chandni Bazar বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে বগুড়ায় র‌্যালী ও আলোচনা সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ জুলাই, ২০২৫ ০০:৫৪
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে বগুড়ায় র‌্যালী ও আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তিঃ

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে বগুড়ায় র‌্যালী ও আলোচনা সভা

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বুধবার বগুড়ায় স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ছবি- বিজ্ঞপ্তির

বগুড়া শহরে যথাযথ মর্যাদায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হয়েছে। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মিলনায়তনে এসে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা।

আলোচনা সভা:

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ আলিমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু

নবনির্বাচিত সাধারণ সম্পাদক কালাম আজাদ

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস

সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু

খালেদ মাহমুদ রুবেল, হাসান মোল্লা

শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল

বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু

বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম

বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্য মহসিন রাজু, জহুরুল ইসলাম, হারুন তালুকদার, শামীম আহমেদ, গোলজার হোসেন মিটু, শাহ আলম শেখ মুক্তার

এছাড়াও বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য শামীম আহম্মেদ, সানাউল হক শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস:

১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস)। এ দিনটিকে স্মরণ করে ১৯৯৫ সাল থেকে এআইপিএস-এর অধীনস্থ সকল সদস্য দেশগুলোতে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে প্রতিবছর এই দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে, যা ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা ও তাদের কাজের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হিসেবে দেখা হয়।

বক্তাদের বক্তব্য:

বক্তারা তাদের বক্তব্যে ক্রীড়া সাংবাদিকতার গুরুত্ব এবং এর সামাজিক অবদান নিয়ে আলোচনা করেন। তারা উল্লেখ করেন, ক্রীড়া সাংবাদিকরা দেশের ক্রীড়া সম্প্রদায়কে সচেতন করতে, সঠিক তথ্য সরবরাহ করতে এবং ক্রীড়াবিদদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বক্তারা ক্রীড়া সাংবাদিকদের আরো সুনাম ও সম্মান দিতে এবং তাদের কাজের পরিবেশ উন্নত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া, বক্তারা বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা ও ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন এবং ক্রীড়াক্ষেত্রে আরও ভালো অর্জন করার জন্য সাংবাদিকদের ভূমিকা অস্বীকার করা যায় না বলে মন্তব্য করেন।

উল্লেখযোগ্য তথ্য:

১৯২৪: ফ্রান্সে এআইপিএস প্রতিষ্ঠা

১৯৯৫: বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালনের শুরু

বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে

এভাবেই বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসের আয়োজন ক্রীড়া সাংবাদিকদের সম্মান ও তাদের অবদানকে তুলে ধরতে সফলভাবে অনুষ্ঠিত হয়।