জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ষাঁড় গরু বিতরণ | Daily Chandni Bazar জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ষাঁড় গরু বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জুলাই, ২০২৫ ১১:৪৯
জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ষাঁড় গরু বিতরণ
উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগ
জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ষাঁড় গরু বিতরণ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ষাঁড় গরু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২:৩০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ১১ জন সুবিধাভোগী পরিবারের মধ্যে এই গরু বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনজুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম, এবং সম্প্রসারণ অফিসার তহুরা ইয়াসমিন সহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে প্রত্যেক সুবিধাভোগীকে একটি করে ষাঁড় গরু প্রদান করা হয়েছে। এ ছাড়া, যদি কোনো গরু অসুস্থ বা রোগাক্রান্ত হয়, তাহলে উপজেলা প্রাণিসম্পদ অফিস তার চিকিৎসার জন্য সহযোগিতা প্রদান করবে।

এই উদ্যোগের মাধ্যমে উপজেলা প্রশাসন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যা তাদের জীবিকা নির্বাহের সুযোগ এবং গবাদিপশু পালন মাধ্যমে আয় বাড়াতে সহায়ক হবে।