শেরপুরে চীনফেরত যুবক আটক, ৫৪ ধারায় আদালতে প্রেরণ | Daily Chandni Bazar শেরপুরে চীনফেরত যুবক আটক, ৫৪ ধারায় আদালতে প্রেরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জুলাই, ২০২৫ ১২:২০
শেরপুরে চীনফেরত যুবক আটক, ৫৪ ধারায় আদালতে প্রেরণ
উপজেলা সংবাদদাতা, শেরপুর, বগুড়াঃ

শেরপুরে চীনফেরত যুবক আটক, ৫৪ ধারায় আদালতে প্রেরণ

বগুড়ার শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বগুড়ার আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক যুবকের নাম আবুল বাশার বিদ্যুৎ (২৮)। তিনি শেরপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা এবং আবদুল লতিফের ছেলে। তার পরিবার জানিয়েছে, বাশার সম্প্রতি চীনে এমবিবিএস শেষ করে দেশে ফিরেছেন।

শেরপুর থানা পুলিশ জানায়, বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন তাকে বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে থানায় সোপর্দ করে। পরদিন (৩ জুলাই) বিকেল ৫টায় তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, আটক আবুল বাশারকে রাত পৌনে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আটক আবুল বাশারের স্ত্রী মোছা. হুমায়রা হাফসা অভিযোগ করেন, “আমার স্বামী চীনে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেছে। গত ২২ জুন আমরা দু’জনেই ছুটিতে দেশে এসেছি। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে এবং একটি দলের সঙ্গে জড়ানোর চেষ্টা চলছে।”

শেরপুর থানার উপপরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “আবুল বাশারের বিদেশ গমন ও অবস্থানের তথ্য যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তের স্বার্থে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”