তারেক রহমানের ভূয়া চাচাতো ভাই পরিচয়দানকারী শামীম গ্রেফতার | Daily Chandni Bazar তারেক রহমানের ভূয়া চাচাতো ভাই পরিচয়দানকারী শামীম গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জুলাই, ২০২৫ ১২:২৪
তারেক রহমানের ভূয়া চাচাতো ভাই পরিচয়দানকারী শামীম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

তারেক রহমানের ভূয়া চাচাতো ভাই পরিচয়দানকারী শামীম গ্রেফতার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে প্রতারণা করা শামীম রহমানকে ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত শামীম বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লিল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও শামীম নিজেকে ব্যারিস্টার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। তিনি প্রশাসনিক কর্মকর্তাদের পদায়ন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের পদ পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।

গত ২২ জুন বিকেল সাড়ে ৫টার দিকে শামীম একটি মোবাইল নম্বর থেকে ফোন করে কেন্দ্রীয় যুবদলের পদ দেওয়ার আশ্বাসে ইমরান হোসেন ও জেলা যুবদলের পদ পাইয়ে দেওয়ার কথা বলে গোলাম রব্বানী জায়েদাকে বগুড়ার মম-ইন কফি শপের সামনে দেখা করতে বলেন। সাক্ষাতে শামীম ইমরান হোসেনের কাছে ২ লাখ এবং গোলাম রব্বানীর কাছে ১ লাখ টাকা দাবি করেন। আলোচনার একপর্যায়ে সাক্ষীরা তাকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।

এ ঘটনায় প্রতারিতরা ২ জুলাই রাতে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে সত্যতা পাওয়ার পর বগুড়া ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে শামীমকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানান, “তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে শামীম বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি গোয়েন্দা নজরদারিতে আসলে তদন্ত শুরু করে ডিবি। পরে তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।”

গ্রেফতারকৃত শামীম রহমানকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।