কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল ক্রিস্টাল আইচ সহ আটক -৪ | Daily Chandni Bazar কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল ক্রিস্টাল আইচ সহ আটক -৪ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ জুলাই, ২০২৫ ১৭:১৪
কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল ক্রিস্টাল আইচ সহ আটক -৪
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল  ক্রিস্টাল আইচ সহ আটক -৪

পটুয়াখালীর কুয়াকাটায় গোপন সংবাদের ভিত্তিতে ৭৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম ইয়াবার কাঁচামাল ক্রিস্টাল আইচ সহ চার  যুবককে গ্রেফতার করেছে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর।বৃহস্পতিবার রাতে কুয়াকাটা প্রেসক্লাবের হল রুমে প্রেসব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হামিমুর রশিদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা  ও ভয়ংকর মাদক ক্রিস্টাল আইচ সহ চার যুবককে আমরা হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। জব্দকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ বিশ হাজার টাকা।  আটককৃতরা হলো রাসেল মল্লিক (৩২), পিতা:  মতিন মল্লিক, আব্দুর রহমান (৩০), পিতা: নুরুল হক, রাকিব (২৯),  মেহেদী হাসান (২৫),  এরা প্রত্যেকেই মহিপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে রাকিব কুয়াকাটা একটি আবাসিক হোটেলের বয় হিসাবে কাজ করছে। মহিপুর থানা হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছেন।

বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যটকদের টার্গেট করে এরা বিভিন্ন সময় মাদকসাপ্লাই করে থাকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।