ছেলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar ছেলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫ ০২:৫৭
ছেলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক

ছেলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

বগুড়ায় এক ব্যবসায়ী তার ছেলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (৮ জুলাই) বগুড়ায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোঃ জুলফিকার আলী জুলু অভিযোগ করেন, মোছাঃ ববি আক্তার বৃষ্টি নামে এক নারী তার ছেলে মোঃ আতিক হাসান রাহুল এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, অপপ্রচার ও হুমকি দিয়ে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ জুলফিকার আলী জানান, তার ছেলে সরকারী আজিজুল হক কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াকালীন সময়ে মোছাঃ ববি আক্তার বৃষ্টি তার ছেলেকে বিরক্ত করতেন। পরে তার ছেলে অপহরণের শিকার হলে পুলিশি সহায়তায় তাকে উদ্ধার করা হয় এবং ঘটনায় ৩২৩/৩২৬/৩০৭/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ ধারায় মামলা করা হয়।

পরবর্তীতে ববি আক্তার একটি ভুয়া রেজিস্ট্রি কাবিননামা তৈরি করে রাহুলের বিরুদ্ধে মামলা করেন, যার বিরুদ্ধে তারা আদালতে মামলা করেন। এরপর দুই পরিবারের সম্মতিতে ১১ জানুয়ারি ২০২৫ তারিখে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে সম্পন্ন হয় এবং পূর্বের সব মামলা প্রত্যাহার করা হয়।

তবে বিয়ের পরও ববি আক্তার বৃষ্টি অশান্তি, গালিগালাজ ও মারধরের মাধ্যমে সংসার ভেঙে দেন বলে অভিযোগ করেন জুলফিকার আলী। গত ২ এপ্রিল ২০২৫ তারিখে নিজ বাড়িতে প্রকাশ্যে বিবাহ বিচারের ঘোষণা দেন বৃষ্টি। ফলে ১৫ এপ্রিল রাহুল তাকে তালাক দেন। তালাক নোটিশ পাঠানো হলেও বৃষ্টি তা গ্রহণ করেননি।

সংবাদ সম্মেলনে জুলফিকার আলী আরও অভিযোগ করেন, এরপর বৃষ্টি ও তার সহযোগীরা তার নাতিকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশের সহায়তায় উদ্ধার করার পর বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলা না তুললে হুমকি দেওয়া হয় এবং একাধিক মিথ্যা মামলা রুজু করা হয়।

তিনি বলেন,

“আমার ছেলে তার স্ত্রীকে তালাক দেওয়ার পরও প্রতিশোধ নিতে নানা মিথ্যা অভিযোগ দিচ্ছেন বৃষ্টি। এমনকি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমেও বিভ্রান্তি ছড়াচ্ছেন।”

তিনি ববির ৮ জুলাইয়ের সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানান এবং সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।