
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঘোড়াঘাট উপজেলার মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন। বিদ্যালয়টি থেকে অংশগ্রহণ করা ৪৮ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ১০০ শতাংশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
উপজেলার সার্বিক ফলাফল অনুযায়ী, এবার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১,৬৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৯৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১০১ জন শিক্ষার্থী। উপজেলায় গড় পাসের হার ৬০.৭৩ শতাংশ।
জিপিএ-৫ ও পাশের হারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বলাহার উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। পাশের হার ৮৪.২৯ শতাংশ।
ফলাফল প্রসঙ্গে উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার বলেন, “রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে। এবারও তারা উপজেলা সেরা হয়েছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।”