
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে নন্দীগ্রাম উপজেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৭৮ শতাংশ। উপজেলায় এবার শীর্ষ ফলাফল করেছে চাকলমা উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে এবার ১৫৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৩০ জন উত্তীর্ণ হয়েছে এবং ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। উপজেলায় সেরা ফলাফল করায় বিদ্যালয়টি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর প্রশংসা কুড়াচ্ছে।
বিদ্যালয়ের সভাপতি মো. এনামুল হক ও প্রধান শিক্ষক মাহাবুর রহমান জানান, "আমাদের বিদ্যালয়টি অনেক পুরনো ও জরাজীর্ণ। বর্ষা মৌসুমে টিনের চাল দিয়ে পানি পড়ে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়। তবুও শিক্ষার্থীরা অনেক কষ্ট করে লেখাপড়া করেছে এবং সর্বোচ্চ সাফল্য এনেছে, যা আমাদের গর্বিত করেছে।"
তারা আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে ভবন সংস্কার ও একটি নতুন ভবন নির্মাণ প্রয়োজন। এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় নন্দীগ্রাম উপজেলা থেকে মোট ১,৯৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১,৫০৮ জন। জিপিএ-৫ অর্জন করেছে ৯২ জন শিক্ষার্থী।