রোজী সভাপতি, ফরহাদ সম্পাদক — বগুড়া সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন | Daily Chandni Bazar রোজী সভাপতি, ফরহাদ সম্পাদক — বগুড়া সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫ ০০:৪০
রোজী সভাপতি, ফরহাদ সম্পাদক — বগুড়া সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক

রোজী সভাপতি, ফরহাদ সম্পাদক — বগুড়া সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

বগুড়া সদর উপজেলা দলিল লেখক সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দরা। - চাঁদনী বাজার

বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া সদর উপজেলার বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ মোকছেদুল ইসলাম রোজী এবং সাধারণ সম্পাদক পদে ফরহাদুর রহমান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে বগুড়া সদর উপজেলা দলিল লেখক সমিতির অফিস কার্যালয়ে। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজার রহমান। ভোটে মোট ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে নির্বাচিত অন্যান্যরা হলেন—

সহ-সভাপতি: মোঃ আব্দুর রাজ্জাক

সাংগঠনিক সম্পাদক: আনোয়ার হোসেন মতিন

সহ-সাধারণ সম্পাদক: হাফিজ রহমতুল্লাহ ডাবলু

দপ্তর সম্পাদক: আব্দুর রহিম

অর্থ সম্পাদক: আবুল কালাম

কার্যনির্বাহী সদস্য: রতন চন্দ্র, আলী আজম, মাহবুব আলম ও আব্দুল বারী

নব-নির্বাচিত নেতারা তাঁদের দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং দলিল লেখক সমাজের পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।