
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে জ্যাঠাতো ভাই খুন হয়েছেন। নিহতের নাম ফুয়াদ (৪৫)। তিনি মৃত আবজাল হোসেনের ছেলে। এ ঘটনায় ঘাতক মামুন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে পারিবারিক বন্ধক রাখা জমি থেকে কচু তুলতে যান মামুনের বোন মুক্তা। এ সময় জমির মালিকানা নিয়ে ভাই-বোনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে আসেন মামুনের জ্যাঠাতো ভাই ফুয়াদ ও তার স্ত্রী শান্তনা।
এ সময় মামুন উত্তেজিত হয়ে ফুয়াদের বুকে ধারালো কাঁচি দিয়ে আঘাত করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মারা যান ফুয়াদ। ঘটনার পর স্থানীয়রা ঘাতক মামুনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশের একটি দল অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত মামুনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক বিরোধের জেরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”