রাণীনগরে মাদ্রাসার মসজিদ থেকে ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার | Daily Chandni Bazar রাণীনগরে মাদ্রাসার মসজিদ থেকে ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫ ০১:০৭
রাণীনগরে মাদ্রাসার মসজিদ থেকে ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার
উপজেলা সংবাদদাতা, রাণীনগর, নওগাঁঃ

রাণীনগরে মাদ্রাসার মসজিদ থেকে ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ডাকাহার মুন্সিপুর মদিনাতুল উলুম হাফেজিয়া ক্বওমি মাদ্রাসার মসজিদ থেকে তামিম হোসেন (১০) নামে এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে মাদ্রাসার মসজিদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শুক্রবার দুপুরে মাদ্রাসার ওয়াক্তিয়া মসজিদের ভেতরে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তামিমের লাশ পাওয়া যায়। নিহত তামিম রাজশাহীর চারঘাট উপজেলার খড়েরবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। এলাকায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে গুঞ্জন চলছে, তবে পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ নিশ্চিত করে বলেন, এখনও মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

মাদ্রাসার হিফয বিভাগের শিক্ষক রিফাত হোসেন জানান, গত ২-৩ দিন ধরে তামিম গলায় টনসিলসহ জ্বরে ভুগছিল। শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী গ্রামের জামে মসজিদে নামাজে যাওয়ার কথা ছিল, কিন্তু সে নামাজে যায়নি। খাবারের সময়ও সে মাদ্রাসায় উপস্থিত ছিল না। খোঁজাখুঁজি চালিয়ে শেষে তাকে মসজিদের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত রশি কেটে নামানো হয়।

মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র তুষার রানা জানান, তামিম ছিল মেধাবী ও আনন্দময় স্বভাবের ছাত্র। সে সবাইকে ভালোবাসত এবং সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ ছিল। শুক্রবার মাদ্রাসায় ছুটি থাকায় সবাই ফুটবল খেলতে গিয়েছিল, তামিমও তাদের সঙ্গে ছিল। দুপুরের পর তাকে মসজিদের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

মাদ্রাসার মহতামিম রেজুয়ানুল ইসলাম দুলাল বলেন, তিনি এদিন বাড়িতে ছিলেন। নামাজ শেষে একজন শিক্ষক ফোন করে এই শোকসংবাদ দেন। মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, "খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।"