জয়পুরহাটে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা, সমস্যার সমাধানে সহযোগিতার আশ্বাস ফয়সল আলিমের | Daily Chandni Bazar জয়পুরহাটে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা, সমস্যার সমাধানে সহযোগিতার আশ্বাস ফয়সল আলিমের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫ ০১:৫৫
জয়পুরহাটে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা, সমস্যার সমাধানে সহযোগিতার আশ্বাস ফয়সল আলিমের
জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

জয়পুরহাটে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা, সমস্যার সমাধানে সহযোগিতার আশ্বাস ফয়সল আলিমের

জয়পুরহাট সদর উপজেলা ও পৌর এলাকার সম্মানিত ইমামদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সল আলিম এ সভার আয়োজন করেন।

সভায় ইমামগণ ধর্মীয়, সামাজিক এবং পারিবারিক জীবনে বিদ্যমান চ্যালেঞ্জ, সংকট ও চাহিদার কথা তুলে ধরেন। এ সময় ফয়সল আলিম অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁদের বক্তব্য শোনেন এবং প্রাসঙ্গিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন,

“ইমামগণ শুধু নামাজের ইমাম নন, বরং সমাজের আদর্শ ও নৈতিক নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তাঁদের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা পায়।”

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের জেলা আহ্বায়ক লোকমান হোসেন, সদস্য সচিব কাজী শহিদুল ইসলাম, ইমাম কল্যাণ সমিতির সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আবু ফাতাহ, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মো. তোফায়েল আহমেদ জুয়েল, এবং অন্যান্য স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইমামদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা

সভায় ফয়সল আলিম ইমামদের জীবনমান উন্নয়ন, কল্যাণমূলক সহায়তা, ধর্মীয় শিক্ষা সম্প্রসারণ এবং সামাজিক দায়িত্ববোধ জোরদারের জন্য তাঁর পক্ষ থেকে একাধিক পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন,

“ভবিষ্যতে ইমামদের কল্যাণে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হবে এবং এসব বিষয়ে সরকারের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।”

সমাজ ও ধর্মীয় নেতৃত্বের সংলগ্নতা

সভাটি জয়পুরহাটে একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সমাজ ও ধর্মীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় এবং সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।