ধুনটে বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার | Daily Chandni Bazar ধুনটে বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫ ০১:৫৮
ধুনটে বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
উপজেলা সংবাদদাতা, ধুনট, বগুড়াঃ

ধুনটে বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভনে এক যুবতী নারীকে (২০) ধর্ষণের অভিযোগ দায়েরকৃত মামলায় মিনু সরকার (২২) নামে এক প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মিনু সরকার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের পারলক্ষীপুর (জয়ন্তিতলা) গ্রামের আবুল কালাম সরকারের ছেলে।

মামলাসূত্রে জানাযায়, সারিয়াকান্দি উপজেলার বোহাইল গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ে বর্তমানে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামে বসবাস করে আসছেন। পাশাপাশি বাড়ি হওয়ার সুবাদে তিন মাস পূর্বে থেকে মিনু সরকারের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে মিনু সরকার বিভিন্ন সময় মেয়েটির বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে। সর্বশেষ ৭ জুলাই রাত ১০টায় মেয়েটির বাড়িতে তার বাবা-মা না থাকায় মিনু সরকার শয়ন ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে আবারো তাকে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটি তাকে বিয়ের কথা বললে প্রেমিক মিনু সরকার তাকে গালিগালাজ করে। এতে নিরুপায় হয়ে শনিবার রাতে মেয়েটি তার প্রেমিকের বিরুদ্ধে ধুনট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল জানান, ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি মিনু সরকারকে রবিবার ধুনট বাজার এলাকা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।