
রংপুরের বদরগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি জাহাঙ্গীর আলম (২০)–কে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। শনিবার (১২ জুলাই) রাতে রংপুর সদর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর রাতেই জাহাঙ্গীরকে বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। রবিবার (১৩ জুলাই) দুপুরে তাকে রংপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান।
ধর্ষণ মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালে বদরগঞ্জের ওসমানপুর মাদ্রাসায় এসএসসি পরীক্ষার সময় এক শিক্ষার্থীর সঙ্গে পরিচয় হয় জাহাঙ্গীর আলমের। পরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভিকটিমকে ধর্ষণ করে।
সবশেষ গত ৪ এপ্রিল সকাল ১১টা ৩০ মিনিটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভিকটিমকে বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের পেছনে একটি বাসায় নিয়ে গিয়ে আবারও জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত জাহাঙ্গীর। পরবর্তীতে পালিয়ে যাওয়ার সময় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে জানালা ভেঙে পালিয়ে যায় সে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত।
গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পাসতেপতি গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।