
দেশজুড়ে অপরাধ দমনে বিশেষ বা চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছে সরকার। চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে এই অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা ও মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে পরিস্থিতি বিবেচনায় সরকার যেকোনো সময় দেশব্যাপী বিশেষ বা চিরুনি অভিযান শুরু করতে পারে।”
তিনি আরও বলেন, “জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। সাধারণ জনগণের সহযোগিতাও এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।”
এক প্রশ্নের জবাবে তিনি জানান, অভিযান আজ রোববার থেকেই শুরু হতে পারে।
এদিকে এ ঘোষণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তৎপরতা বেড়েছে বলে জানা গেছে। অপরাধ নিয়ন্ত্রণে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল।