সুন্দরবনের পরিবেশ রক্ষায় এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধে বেসরকারি উন্নয়ন সংস্থা “রূপান্তর” এর উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের ডেউওতলা মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঙ্কজ কুমার মণ্ডল এর সভাপতিত্বে এবং ইয়ুথ ফর দি সুন্দরবন সদস্য আজমাইল শেখ বাপ্পি এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তর-এর প্রতিনিধি বিপাশা রায়, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সংগঠনের সদস্য উদয় শংকর, রিমন, সোহাগ, শুভ্র দেব ঢালী, রিমি, ছন্দা বিশ্বাস, দৃষ্টি প্রমুখ।
সভায় বক্তারা বলেন—
“প্লাস্টিক ও পলিথিনের অতিরিক্ত ব্যবহার শুধু পরিবেশ নয়, মানবস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। এ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি, বিকল্প পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার ও ব্যবসায়ীদের অংশগ্রহণ জরুরি।”
বক্তারা আরও বলেন,
“আইন প্রণয়নের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ ও শিক্ষার্থীদের সচেতনতা গড়ে তুললে ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়া সম্ভব।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সেরা ছয়জনকে পুরস্কৃত করা হয়।