ধুনটে এলডিপি মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ | Daily Chandni Bazar ধুনটে এলডিপি মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫ ২৩:৫৬
ধুনটে এলডিপি মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ
উপজেলা সংবাদদাতা, ধুনট, বগুড়াঃ

ধুনটে এলডিপি মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ

বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ করেছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি প্রার্থী বিশিষ্ট আইন শিক্ষাবিদ ও আইনজীবি অধ্যক্ষ কে,কিউ-ই সাকলায়েন। রবিবার তিনি চৌকিবাড়ী ইউনিয়নের বিশ^হরিগাছা, ধুনট বাজার, গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা এলডিপির সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ধুনট পৌরসভা এলডিপির সভাপতি এমদাদুল হক রনি, শেরপুর উপজেলা এলডিপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ ধুনট ও শেরপুর উপজেলার নেতৃবৃন্দ।