বগুড়ায় ডিএনসির আয়োজনে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন | Daily Chandni Bazar বগুড়ায় ডিএনসির আয়োজনে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২৫ ০০:৪৩
বগুড়ায় ডিএনসির আয়োজনে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
আল-মামুন, বগুড়াঃ

বগুড়ায় ডিএনসির আয়োজনে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

‎মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন”—এই যুগোপযোগী স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে বগুড়ায় শুরু হয়েছে ২০ দলীয় মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা–২০২৫।

‎রোববার [৭ ডিসেম্বর] সন্ধ্যা ৬টায় জেলার ষ্টেশন ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

‎অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম।অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক মোহাঃ জিললুর রহমান।

‎এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন,“মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসন সবসময় মাদকবিরোধী এমন উদ্যোগের পাশে থাকবে।

‎তিনি আরও বলেন,“সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে একযোগে কাজ করতে হবে।

‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম বলেন,“মাদক একটি নীরব ঘাতক, যা আমাদের সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ—তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। শুধু আইন প্রয়োগ করে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়; প্রয়োজন সামাজিক আন্দোলন ও সচেতনতা সৃষ্টি।

‎মোঃ মেজবাউল করিম বলেন,“তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকবিরোধী এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। খেলাধুলা তরুণদের শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি তাদের মানসিক শক্তি ও ইতিবাচক মনোভাব গড়ে তোলে, যা মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।

‎তিনি বলেন,“বগুড়ায় মাদক নির্মূলে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোর সমন্বিত প্রচেষ্টা ইতোমধ্যেই আশাব্যঞ্জক ফল দিচ্ছে। এই সমন্বয় আরও জোরদার করতে হবে।

‎তিনি আরও বলেন,“মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আজকের এই আয়োজন তরুণ সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা দেবে এবং তারা খেলাধুলার মধ্য দিয়ে সুস্থ ধারার জীবনে ফিরে আসবে।

‎এই প্রতিযোগিতা যেন শুধু একটি টুর্নামেন্টে সীমাবদ্ধ না থাকে; এটি যেন বগুড়ায় একটি মাদকবিরোধী আন্দোলনের শক্ত ভিত্তি গড়ে তোলে—এটাই আমাদের প্রত্যাশা।

‎ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহাঃ জিললুর রহমান বলেন,“আমাদের লক্ষ্য শুধু মাদক উদ্ধার বা আইনি ব্যবস্থা গ্রহণ নয়; বরং সমাজ থেকে মাদক নির্মূল করা। আর সে লক্ষ্যেই তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন।

‎তিনি আরও বলেন,“বগুড়া জেলার নিবন্ধিত বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোকে সঙ্গে নিয়ে এই আয়োজন একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা যেমন আসে, তেমনি মাদকের ভয়াল গ্রাস থেকেও তরুণরা সরে আসে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভবিষ্যতেও এমন সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

‎এই প্রতিযোগিতায় বগুড়া জেলার ১৯টি নিবন্ধিত বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এবং ডিএনসি বগুড়া-এর একটি দলসহ মোট ২০টি দল অংশগ্রহণ করছে।

‎এ সময় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস, সহকারী কমিশনার মোঃ রাশিদুল হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, প্রসিকিউটর মোঃ শাহাদাত হোসেন ও পরিদর্শক মোঃ সামসুল আলম।

‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার অন্যান্য কর্মকর্তা, বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রসমূহের পরিচালকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।