মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন”—এই যুগোপযোগী স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে বগুড়ায় শুরু হয়েছে ২০ দলীয় মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা–২০২৫।
রোববার [৭ ডিসেম্বর] সন্ধ্যা ৬টায় জেলার ষ্টেশন ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম।অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক মোহাঃ জিললুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন,“মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসন সবসময় মাদকবিরোধী এমন উদ্যোগের পাশে থাকবে।
তিনি আরও বলেন,“সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম বলেন,“মাদক একটি নীরব ঘাতক, যা আমাদের সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ—তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। শুধু আইন প্রয়োগ করে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়; প্রয়োজন সামাজিক আন্দোলন ও সচেতনতা সৃষ্টি।
মোঃ মেজবাউল করিম বলেন,“তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকবিরোধী এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। খেলাধুলা তরুণদের শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি তাদের মানসিক শক্তি ও ইতিবাচক মনোভাব গড়ে তোলে, যা মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।
তিনি বলেন,“বগুড়ায় মাদক নির্মূলে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোর সমন্বিত প্রচেষ্টা ইতোমধ্যেই আশাব্যঞ্জক ফল দিচ্ছে। এই সমন্বয় আরও জোরদার করতে হবে।
তিনি আরও বলেন,“মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আজকের এই আয়োজন তরুণ সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা দেবে এবং তারা খেলাধুলার মধ্য দিয়ে সুস্থ ধারার জীবনে ফিরে আসবে।
এই প্রতিযোগিতা যেন শুধু একটি টুর্নামেন্টে সীমাবদ্ধ না থাকে; এটি যেন বগুড়ায় একটি মাদকবিরোধী আন্দোলনের শক্ত ভিত্তি গড়ে তোলে—এটাই আমাদের প্রত্যাশা।
ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহাঃ জিললুর রহমান বলেন,“আমাদের লক্ষ্য শুধু মাদক উদ্ধার বা আইনি ব্যবস্থা গ্রহণ নয়; বরং সমাজ থেকে মাদক নির্মূল করা। আর সে লক্ষ্যেই তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন।
তিনি আরও বলেন,“বগুড়া জেলার নিবন্ধিত বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোকে সঙ্গে নিয়ে এই আয়োজন একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা যেমন আসে, তেমনি মাদকের ভয়াল গ্রাস থেকেও তরুণরা সরে আসে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভবিষ্যতেও এমন সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এই প্রতিযোগিতায় বগুড়া জেলার ১৯টি নিবন্ধিত বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এবং ডিএনসি বগুড়া-এর একটি দলসহ মোট ২০টি দল অংশগ্রহণ করছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস, সহকারী কমিশনার মোঃ রাশিদুল হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, প্রসিকিউটর মোঃ শাহাদাত হোসেন ও পরিদর্শক মোঃ সামসুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার অন্যান্য কর্মকর্তা, বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রসমূহের পরিচালকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।