বগুড়ায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভ্রাম্যমান আদালতে ডিলারকে জরিমানা | Daily Chandni Bazar বগুড়ায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভ্রাম্যমান আদালতে ডিলারকে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২৫ ০০:৫০
বগুড়ায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভ্রাম্যমান আদালতে ডিলারকে জরিমানা
আল-মামুন, বগুড়াঃ

বগুড়ায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভ্রাম্যমান আদালতে ডিলারকে জরিমানা

বগুড়ায় ভর্তুকি প্রাপ্ত টিএসপি সার অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত এক সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
 
জানা যায়, শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয় মাইল বাজারে অবস্থিত বিএডিসির অনুমোদিত সার বিক্রেতা মেসার্স প্যারেন্টস ট্রেডার্স—এর মালিক আব্দুল হালিম ভর্তুকিযুক্ত টিএসপি সার ১৩৫০ টাকার পরিবর্তে ১৮৫০ টাকায় কৃষকদের নিকট বিক্রি করছিলেন বলে অভিযোগ ওঠে। কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাজাহানপুরের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
 
সার বিক্রিতে সরকারি নির্ধারিত মূল্য লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে মোবাইল কোর্ট আইন অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কৃষকদের স্বার্থ রক্ষায় এমন অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।