প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫ ২১:১৭

‘নোটস অন জুলাই’: পোস্টকার্ডে সংগ্রহ করা হচ্ছে গণঅভ্যুত্থানের স্মৃতিকথা

নিজস্ব প্রতিবেদক
‘নোটস অন জুলাই’: পোস্টকার্ডে সংগ্রহ করা হচ্ছে গণঅভ্যুত্থানের স্মৃতিকথা
ছবি- সংগৃহীত।

গণঅভ্যুত্থান-সম্পর্কিত ব্যক্তিগত স্মৃতিকথা ও মতামত পোস্টকার্ডের মাধ্যমে সংগ্রহে নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ‘নোটস অন জুলাই’ শিরোনামে এই ব্যতিক্রমধর্মী কার্যক্রমের আওতায় সোমবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে প্রায় ৭০০ জন মানুষের স্মৃতিকথা সংগ্রহ করা হয়েছে।

উল্লেখযোগ্য এ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন বয়স, শ্রেণি ও পেশার মানুষ ১৯৭০-এর দশকের গণঅভ্যুত্থান নিয়ে তাদের স্মৃতি, অনুভূতি ও মতামত প্রকাশের সুযোগ পাচ্ছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর সমন্বয়ে এবং জেলা তথ্য অফিসসমূহের মাধ্যমে আগামী ৫ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। ‘নোটস অন জুলাই’ পোস্টকার্ডে যে কেউ অংশ নিতে পারবেন।

স্মৃতিকথা সংগ্রহ কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম। তার নেতৃত্বে অধিদপ্তরের কর্মকর্তারা মাঠ পর্যায়ে অংশগ্রহণ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংগৃহীত স্মৃতিচারণাগুলো ভবিষ্যতে গবেষণা, প্রকাশনা এবং গণসচেতনতা তৈরিতে ব্যবহৃত হবে।

উপরে