বাংলাদেশে ওয়ানপ্লাসের নর্ড ৫ ও নর্ড সিই ৫ উন্মোচন, সঙ্গে স্মার্ট ডিভাইসের নতুন লাইনআপ

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানপ্লাস বাংলাদেশের বাজারে তাদের নর্ড সিরিজের দুটি নতুন স্মার্টফোন—নর্ড ৫ এবং নর্ড সিই ৫—উন্মোচন করেছে। বুধবার (৯ জুলাই) এক জমকালো আয়োজনের মাধ্যমে এই ফোন দুটি প্রকাশ করে ওয়ানপ্লাস কর্তৃপক্ষ।
নতুন ওয়ানপ্লাস নর্ড ৫ মডেলে রয়েছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট, যা নর্ড সিরিজে ব্যবহৃত এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রসেসর। অন্যদিকে নর্ড সিই ৫ তে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০-অ্যাপেক্স চিপসেট, যা উন্নত পারফরম্যান্স এবং ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করে।
নর্ড ৫: গেমিং ও পারফরম্যান্সে ‘গেইমচেঞ্জার’
৪ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর যুক্ত এই ডিভাইসটির আনটুটু স্কোর ১৫.৯ লাখ ছাড়িয়েছে। এতে রয়েছে এলপিডিডিআর৫এক্স র্যাম, উন্নত গ্রাফিক্স প্রযুক্তি ও কুলিং সিস্টেম। পাবজি মোবাইলে সর্বোচ্চ ১৪৪ এফপিএস এবং কল অব ডিউটি মোবাইলে একই এফপিএস সাপোর্ট করে।
নাইট ফটোগ্রাফির জন্য এতে রয়েছে এআই নাইট পোর্ট্রেট প্রযুক্তি এবং ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৭০০ সেন্সর। রয়েছে রিচ এইচডিআর ও ন্যাচারাল কালার অ্যালগরিদমও।
নর্ড সিই ৫: ব্যালান্সড পারফরম্যান্স
মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০-অ্যাপেক্স চিপসেট যুক্ত নর্ড সিই ৫ এর আনটুটু স্কোর ১৪.৭ লাখের বেশি। এতে ৬০% গ্রাফিক্স উন্নতি এবং ৫৫% পাওয়ার সাশ্রয় রয়েছে। এই মডেলে আছে বিশাল ৭১০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি।
স্মার্ট ডিভাইসেও চমক
ওয়ানপ্লাস একসাথে উন্মোচন করেছে:
ওয়ানপ্লাস ওয়াচ ৩ (১৬ দিনের ব্যাটারি, ৬টি স্বাস্থ্য সূচক পরিমাপক)
ওয়ানপ্লাস বাডস ৪ (৪৫ ঘণ্টার ব্যাটারি, এআই ভাষান্তর)
ওয়ানপ্লাস প্যাড ৩ (১৩.২” ৩.৪কে ডিসপ্লে, স্টাইলো পেনসহ)
সঙ্গে আরও রয়েছে প্যাড লাইট, ওয়্যারলেস হেডফোন, স্মার্ট কিবোর্ড এবং স্টাইলো ২।
দাম ও প্রাপ্যতা
নতুন ডিভাইসগুলো ১৬ জুলাই থেকে অনলাইনে দারাজ, পিকাবু, গ্যাজেট অ্যান্ড গিয়ারে এবং অফলাইনে ব্র্যান্ড স্টোরে পাওয়া যাবে।
প্রি-অর্ডার চলবে ৯-১৫ জুলাই, যেখানে থাকছে এক বছরের ডিসপ্লে রিপ্লেসমেন্ট এবং র্যাফেল ড্রতে বিশেষ পুরস্কার।
সব ডিভাইসে থাকছে এক বছরের ওয়ারেন্টি, এবং ওয়ানপ্লাস অফিসিয়াল স্টোর ও অনুমোদিত অনলাইন রিটেইলার থেকে কেনা যাবে।